Start a new topic

সৃজিতের পরিচালনায় ফেলুদা?

hoichoi season 5 এর promo video তে দেখলাম, খুব বড় মুখ করে hoichoi thinktank ঘোষণা করলেন যে আগামী বছর সৃজিতের পরিচালনায় ফেলুদা আসছে | 

আমি বহু বছরের hoichoi গ্রাহক। hoichoi যখন এটা ঠিক করেই ফেলেছে তার মানে সব দিক ভেবেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি একজন বাঙালী এবং একজন সাধারণ দর্শক হিসাবে একটা কথাই বুঝি, সুস্থ রুচির কোন বিকল্প হয়না। সৃজিতের পরিচালনায় চরিত্রগতভাবে  ফেলুদা শেষ পর্যন্ত কতটা 'সুস্থ ও স্বাভাবিক' থাকতে পারবে সেটা নিশ্চয় সময় বিচার করবে। 

জাতীয় পুরস্কার বিজয়ী এবং বাণিজ্যিক ভাবে সফল সৃজিত মুখোপাধ্যায় খুব-ই বড় মাপের পরিচালক সন্দেহ নেই। কিন্তু একাধারে এটাও মানতে হবে যে সব রাঁধুনী কে দিয়ে সব তরকারী রান্না করা যায়না। প্রকৃষ্ট উদাহরণ সামনেই আছে: সত্যজিত রায়ের গল্প অবলম্বনে সৃজিতের তৈরী দুটো ছোটগল্পের চলচ্চিত্রায়ণ (OTT প্ল্যাটফর্মের জন্য নির্মিত)। যার মধ্যে না আছে সত্যজিতের গল্পের মাধুর্য, না আছে কৃতী চলচ্চিত্র নির্মাণ। 

এটা আমার মন্তব্য নয়, প্রামাণ্য সত্য। 

এই সৃজিত-ই একসময় খুব গলা উঁচিয়ে বলেছিলেন, সন্দীপ রায় একবার ফেলুদা কে বাইরে ছেড়ে দিয়ে দেখুন না....  এখন এটাই দেখার; আমাদের অতি পরিচিত ফেলুদা কতটা ফেলু মিত্তির থাকেন আর সৃজিত বাবু নতুন করে আবার কতটা ছড়ান!!


Login or Signup to post a comment